ফাইল ছবি

সবুজদেশ ডেস্কঃ

কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে।  রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন।  গত ২৪ ঘণ্টায় দেশে ৫২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।  এ নিয়ে প্রাণহানি ৯ হাজার ছাড়িয়ে গেছে।  নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫৮ জন।  যা দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিসংখ্যান জানাতে বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

মারা যাওয়া ৫২ জনের মধ্যে পুরুষ ৩৮, নারী ১৪ জন।

দেশে করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৯৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন ৫ হাজার ৩৫৮ জন নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।  আর ৫২ মৃত্যু নিয়ে দেশে মোট ৯০৪৬ জনের প্রাণহানি হলো মহামারিতে।

গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী সুস্থ হয়েছেন ২২১৯ জন।  এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯২ জন। 

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।  এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here