ঢাকাঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্ব মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৪ জন। এ পরিস্থিতিতে রাজধানীর মিরপুরে উত্তর টোলারবাগ এর একটি ভবন লকডাউন করে রেখেছে পুলিশ। ওই ভবনের আশে-পাশে চলাচলও সীমিত করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেল পৌন ৪ টায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ।

তিনি বলেন, মিরপুর উত্তর টোলারবাগ দারুসসালাম এলাকার একটি ভবনের একটি পরিবারকে হোম কোয়ারান্টাইন বাধ্যতামূলক পালনের নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। সেজন্য ভবনটি নজরদারিতে রাখা হয়েছে। ওই ভবন থেকে যেন কেউকে বের হতে না পারেন। ওই ভবনে প্রবেশ সংরক্ষিত ও এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।

ডিসি বলেন, ওই ভবনে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর পরিবার রয়েছে উল্লেখ করে আইইডিসিআর থেকে নির্দেশনা দেয়া হয়েছে যেন ওই ভবন থেকে কেউ বের হতে না পারে। ওই বাড়িটিতে কানাডা ও জাপান থেকে আসা কয়েকজন প্রবাসী রয়েছেন।

স্থানীয়রা জানান, ওই ভবনে অন্তত ৩০টি পরিবার বসবাস করে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here