নিজস্ব প্রতিবেদকঃ

গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের ৫ জেলায় ১৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)জিনোম সেন্টারে ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে যশোরে ৪ জন, নড়াইলে চার চিকিৎসকসহ ৫ জন, কুষ্টিয়ায় ২ জন, মেহেরপুরে ১ জন এবং মাগুরায় ১ জন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যবিপ্রবি উপাচার্য জনাব প্রফেসর ড. আনোয়ার হোসেন ও যশোরের সিভিল সার্জন জনাব ডা. শেখ মো. আবু শাহিন।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বলেন, সাত জেলার ৬৯ টি নমুনার মধ্যে ত্রুটি থাকায় চারটি বাতিল করা হয়েছে। ৬৫ টি নমুনা পরীক্ষায় ১৩ জনের পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে যশোরে ৪ জন, মাগুরা ১ জন, কুষ্টিয়া ২ জন, মেহেরপুর ১ জন, নড়াইলে ৫ জন। নড়াইলের ৫ জনের মধ্যে ৪ জনই চিকিৎসক। এ পর্যন্ত যবিপ্রবি জিনোম সেন্টারে ২৬৯ টি নমুনা পরীক্ষা সম্পন্ন হলো। এরমধ্যে ১৩ জন শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল যশোর জেলার ১৩ টি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে করোনা শনাক্ত কার্যক্রম শুরু করে যবিপ্রবি জিনোম সেন্টার।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here