যশোরঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় তিন জেলার ৩৯টি নমুনা পজেটিভ ফল দিয়েছে।

মঙ্গলবার রাতে পরীক্ষা শেষে বুধবার এই ফল ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে যশোর, মাগুরা ও নড়াইল জেলার সন্দেহভাজন ২০২ করোনা রোগীর শরীর থেকে নেওয়া নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯টি পজেটিভ এবং ১৬৩টি নেগেটিভ ফল দিয়েছে।

এদিন যশোরের ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০টি পজেটিভ ফল দেয়।
এছাড়া মাগুরার ৪৯টি নমুনার মধ্যে আটটি এবং নড়াইলের ৪৫টি নমুনার মধ্যে ১১টি পজেটিভ ফল দেয়।

আজ বুধবার সকালে পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট তিন সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলা মোট তিন হাজার ৫৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই হাজার ২৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪১ জন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here