যশোরঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৪৫টি নমুনা পজেটিভ ফল দিয়েছে।

রোববার রাতে পরীক্ষা শেষে সোমবার সকালে এই ফলাফল ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, রোববার তাদের ল্যাবে যশোর, মাগুরা এবং নড়াইল জেলার সন্দেহভাজন রোগীদের মোট ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয। এর মধ্যে নড়াইল জেলার দুটি নমুনাই নেগেটিভ ফল দেয়।

যশোরের ১৫৮টি নমুনা পরীক্ষা করে ৩৭টি এবং মাগুরার ৩৯টি নমুনা পরীক্ষা করে আটটি পজেটিভ পাওয়া যায়। বাদবাকিগুলো নেগেটিভ ফল দেয়।

পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, রোববার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৪৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে দুই হাজার ১৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৩৯ জন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here