যশোরঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে নমুনা পরীক্ষা করে আরো ১২৫টি নমুনা করোনা পজেটিভ হয়েছে। বৃহস্পতিবার যশোরসহ তিন জেলার ২৫৩টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন যশোর জেলার ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭টি নমুনা পজেটিভ ফল দেয়।

এছাড়া মাগুরা জেলার ৪৮টি নমুনা পরীক্ষা করে ২২টির এবং নড়াইলের ৩৭টি নমুনা পরীক্ষা করে ২৬টির পজেটিভ ফল পাওয়া যায়।

এদিকে, স্বাস্থ্য বিভাগ জানায়, যশোরে এনিয়ে মোট দুই হাজার ১৬৮ জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ১৯৫ জন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here