সাতক্ষীরা প্রতিনিধিঃ

সর্দি-কাশি থাকায় সাতক্ষীরায় সাতজনকে হোম আইসুলেশনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার বিকেল থেকে তাদের আইসুলেশনে নেওয়া হয়। এর সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

সাতক্ষীরা সদরে দুই জন, কালিগঞ্জ উপজেলায় চার জন ও শ্যামনগর উপজেলায় একজনকে হোম আইসুলেশনে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত জানান, সাতক্ষীরায় সাতজনকে ইতমধ্যে আইসুলেশনে নেওয়া হয়েছে। এর সংখ্যা আরও বাড়বে। এসব ব্যক্তিদের আমরা বিশেষ নজরদারির মধ্যে রেখেছি।

তিনি বলেন, তারা যেন বাইরে ঘোরাফেরা না করে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ব্যক্তিদদের উপর স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও গ্রাম্য পুলিশকে নজরদারি রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাকে শাস্তির আওতায় আনা হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here