সাতক্ষীরা সীমান্তে ১৪৮টি হীরার আংটিসহ নারী আটক

সাতক্ষীরাঃ

১৪৮ পিস হীরার আংটিসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাঁড়ি সীমান্তের বেড়িবাঁধের ওপর বেলাল হোসেন নামের এক ব্যক্তির বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক নারীর নাম রেবেকা বেগম (৪২)। তিনি সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাঁড়ি গ্রামের সাহেব আলীর স্ত্রী।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আল মাহমুদ জানান, ভারত থেকে অবৈধপথে হীরা বসানো বিপুল পরিমাণ আংটি লক্ষ্মীদাঁড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ সংবাদ পেয়ে ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার ওয়াহিদ হোসেনের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা কলস বহনকারী এক নারীকে আটক করেন। এসময় কলসের মধ্যে থাকা হীরা বসানো ১৪৮টি আংটি জব্দ করা হয়। আটক করা হয় বেবেকা বেগম নামের ওই নারীকে।

জব্দকৃত হীরাযুক্ত আংটিগুলোর দাম এক কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ওয়াহিদ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় রেবেকা খাতুনের নাম উল্লেখ এবং একজনকে পলাতক দেখানো হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here