নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর দাসপাড়া এলাকায় নেশাগ্রস্থ ব্যক্তির ছুরিকাঘাতে নিহত ইসরাফিল হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার কালীগঞ্জ থানায় নিহত ইসরাফিলের স্ত্রী রিনা খাতুন বাদী হয়ে রানা হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

শনিবার রাতে রানার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উপজেলার শিবনগর শশ্মান থেকে উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, শুক্রবার রাতে ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত রানাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে শুক্রবার মধ্যরাতে নেশাগ্রস্ত ব্যক্তির  ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার আড়পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। 

আরো পড়ুন: কালীগঞ্জে নেশাগ্রস্ত ব্যক্তির ছুরিকাঘাতে যুবক নিহত (ভিডিও)

কালীগঞ্জে যুবক হত্যা: কি ঘটেছিল মধ্যরাতে? (ভিডিও)

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here