নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বেসরকারি সেবা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চুরি হওয়া নবজাতককে ১৬ ঘন্টা পর মঙ্গলবার সকাল ১০ টার দিকে উদ্ধার করে ঝিনাইদহ র‌্যাব-৬।

শহরের নিশ্চিন্তপুর দাসপাড়া থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নবজাতকের বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা করেন। নবজাতক উদ্ধারের পর র‌্যাব কালীগঞ্জ থানা পুলিশের কাছে বুঝিয়ে দেন নবজাতককে।

এরপর মঙ্গলবার দুপুর ৩ টার দিকে শহরের সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের ২০৩ নং কেবিনে গিয়ে মেয়ে নবজাতককে বাবা মনিরুল ইসলাম ও মা শাবানা বেগমের কাছে হস্তান্তর করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহা: মাহফুজুর রহমান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল ইসলাম, এসআই আবুল কাশেম, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও সবুজদেশ নিউজের বার্তা প্রধান শাহরিয়ার আলম সোহাগ প্রমুখ।

উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার থেকে সিজারের তিন ঘন্টা পর এক মেয়ে নবজাতক চুরির ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ক্লিনিকের ২০৩ নম্বর কেবিন থেকে নবজাতকটি চুরি হয়।

আরো পড়ুন: কালীগঞ্জে ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, নারী আটক

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here