শোয়াইব উদ্দিন, ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের সবজি ক্ষেত নষ্টকারীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। নাগরিক সংগঠন প্রত্যাশা ২০২১ ফোরামের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যুক্ত হন।

সোমবার সকাল ৯টায় কালীগঞ্জ পৌরসভার পাইকারী কাঁচা তরকারি হাটে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আধাঘন্টা ব্যাপী চলা এ কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রত্যাশা ২০২১ ফোরামের কালীগঞ্জ ইউনিটের সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বশির আহমেদ চন্দন, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কালীগঞ্জ কাঁচা পাকা মাল আড়াতদার সমিতির সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মমিন খন্দকার, কালীগঞ্জ কাঁচা মাল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জিল্লুর রহমান জাহালুল। এছাড়াও উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো অডিনেটর(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী বিপাশ প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা জানান, গত ৩ মাসে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ১৫ জন কৃষকের লাউ, কাচা কলা, পুইশাক, কাচা মরিচ ক্ষেত কেটে দিয়েছে দৃর্বুত্তরা। রাতের আঁধারে এ গুলো ঘটনানো হয়েছে। এ ঘটনায় কৃষকের অনেক টাকার ক্ষতি হয়েছে। সবজি ক্ষেত নষ্টকারীদের দ্রæত গ্রেফতারের দাবি ও ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপুরন দেওয়ার দাবি জানানো হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here