ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার রেজাউল করিম রেজার ২২ তম শাহাদাৎ বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় পৌর এলাকার শিবনগর গ্রামে রেজার কবর স্থানে কবর জিয়ারত ও উপজেলা আওয়ামীলীগের (ভূষন রোডস্থ) দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং বিকাল ৫ টার সময় তার স্বৃতিচরনে সরকারী মাহাতাব উদ্দীন ডিগ্রি কলেজের শহীদ রেজা চত্তরে বৃক্ষরোপন করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল, যুগ্ম আহবায়ক সাখাওয়াৎ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ও সাংসদ কন্যা মুমতারিন ফেরদেীস ডরিন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি নাজমুল হাসান নাজিম, সাধারন সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল, রিয়াজ উদ্দিন এবং মরহুম রেজাউল করিম রেজার বাবা খন্দকার আবুল আসনাত ও তার ছোট ভাই টফি খন্দকারসহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

১৯৯৮ সালের এইদিনে রেজা মাহাতাব উদ্দীন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে দুর্বৃত্তদের ছোড়া গুলি ও বোমা হামলায় নিহত হন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here