নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে ৪ বিঘা জমির প্রায় সাড়ে ৩’শ পেয়ারা গাছ কেটে সাবাড় করার অভিযাগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক আলম গাজী উপজেলার বড় শিমলা গ্রামের মৃত কালু গাজীর ছেলে।

কৃষক আলম গাজী জানান, গত রোববার বিকালে বড় শিমলা গ্রামের ইউনুস আলী, জামিরুল মন্ডল, জামিরুল মালিথা ও সোহরাব মন্ডল তার জমির প্রায় ৫০টি ছোট পেয়ারার গাছ কেটে ফেলে। এ ঘটনা স্থানীয়রা তাকে জানালে তিনি জমিতে উপস্থিত হয়ে দেখতে পান তার জমির পেয়ারা গাছ কাটা হচ্ছে। গাছ কাটার ঘটনায় তিনি সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ক্ষীপ্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাতে আবারও ৪ বিঘা জমির প্রায় সাড়ে ৩’শ গাছ কেটে সাবাড় করে তারা। এতে তার প্রায় ৪/৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ থানার এসআই সুধন দাস জানান, ৫০টি পেয়ারা গাছ কাটার অভিযোগ পেয়ে তিনি সোমবার বিকালে বড় শিমলা গ্রামে গিয়েছিলেন। দুই পক্ষকে থানায় আসার জন্য বলা হয়েছিল। এরই মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে ওই একই জমির বেশ কিছু গাছ কাটা হয়েছে।

ভিডিও দেখুন…

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here