নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের কালীগঞ্জে স্বামীর আঘাতে মনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধরু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী শুকুর আলী পলাতক রয়েছে।

নিহত মনোয়ারা উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পারিবারিক কলহের জের ধরে শুকুর আলী মনোয়ারাকে মারধর করে। এক পর্যায়ে শুকুর আলী মনোয়ারাকে ধাক্কা দিলে দেওয়ালে লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এতে সে অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের সদস্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত্যুর পর শুক্রবার সকালে পরিবারের সদস্যরা মনোয়ারার লাশটি বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ মর্গে পাঠায়।

তবে পরিবারের সদস্যরা মনোয়ারাকে হাসপাতালে ভর্তি করার সময় স্ট্রোক করেছে বলে তথ্য দেয়।

কালীগঞ্জ থানার এসআই সুজাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহত মনোয়ারার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। তবে এখনি বলা যাচ্ছে না কীভাবে তার মৃত্যু হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে। বর্তমানে তার স্বামী শুকুর আলী পলাতক রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here