নিজস্ব প্রতিবেদকঃ

বিশাল রানের ব্যাবধানে ক্লেমন কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ২য় সেমিফাইনালে জয় নিয়ে ফাইনালে গেল যশোর ক্রিকেট কোচিং সেন্টার। বৃহস্পতিবার তারা ১৬২ রানের এক বিশাল ব্যবধানে পরাজিত করেছে মহেশপুর ক্রিকেট একাদশকে। এরই সুবাদে টুর্ণামেন্টের যোগ্যতম দল হিসাবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল যশোর একাদশ।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে ১৬ দলের অংশগ্রহনে বৃহস্পতিবার দুপুরে ভূষন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত মাচটিতে শুরুতেই মুদ্রা নিক্ষপনে জয়ী করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন যশোর ক্রীকেট কোচিং সেন্টার। তারা ব্যাট হাতে মাঠে নেমেই শুরু থেকেই মারমুখী ব্যাটিং তান্ডব। তারা ২০ ওভার খেলে ৯ ইউকেট হারিয়ে গড়েন ২২৫ রানের এক বিশাল স্কোর। এরপর ব্যাট করতে নেমে মহেশপুর ক্রীকেট একাদশ মাত্র ১৩ ওভার ২ বলেই সবকটি ইউকেট হারিয়ে মাত্র ৬২ রান তুলতে সক্ষম হয়। ফলে ১৬২ রানের এক বিশাল ব্যাবধানে জয় পায় যশোর ক্রিকেট দল। বিজয়ী যশোর দলের হাসান ২২ বলে ৪৮ রান করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলা শেষে তার হাতে ম্যান অব দি ম্যাচ ”খবর কালীগঞ্জ” এর ক্রেস্ট তুলে দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। সেই সাথেই আম্পায়ার মশিউর রহমান নয়ন কর্তৃক দেওয়া ৫’শত টাকা টাকা পুরস্কার তুলে দেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, সদস্য মারুফ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ টুর্নামেন্টের ১৬ টি খেলায় ম্যান অব দি ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছেন অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এবং মিডিয়া পার্টনার হয়েছে কালীগঞ্জ প্রেসক্লাব।

খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন মশিউর রহমান নয়ন ও সাইদুর রহমান শাহিন। অফিসিয়াল স্কোরার ছিলেন বাবু কার্তিক ভট্টাচার্ষ্য এবং ধারাভাষ্য দেন খোরশেদ আলম ও সজিব হোসেন। আগামী ১৪ই মার্চ এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশ নিবে যশোর ক্রিকেট কোচিং সেন্টার বনাম স্বাগতিক কালীগঞ্জ ক্রিকেট একাদশ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here