কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ২১শে’র প্রথম প্রহরে ১২টা ১মিনিটে শহরের কালেক্টরেট চত্বরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার)।

জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, অতিরিুক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, জেলা উপ পরিচালক (স্থানীয় সরকার) মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, সদর উপজেলা নিবাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, এনডিসি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইফুর রহমান।

এরপর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ, এবং সাধারণ মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় কয়েক স্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here