কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া শহরে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে দক্ষিণ কোরিয়া ফেরত প্রবাসীসহ তার স্ত্রী হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয় করোনা নিয়ন্ত্রণ সেলের দায়িত্বরত মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা নিয়ন্ত্রণ সেলে তারা নিজেরাই ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমরা সাবক্ষনিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের শরীর পরীক্ষা করার মত নির্দেশনা এখনও আমাদের কাছে আসেনি। তবে তাদের শরীর পরীক্ষা করলে করোনা ভাইরাসের নমুনা আছে কি না তখনই জানা যাবে। এখন ওই যুবক সুস্থ থাকলেও তার স্ত্রীর কাশি রয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই তাদের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত সোমবার (২রা মার্চ) দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরেন তারা।

কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এমন প্রশ্নে করলে এই চিকিৎসক জানান, তাদের কাছে যাওয়া হয়নি। তবে তারা যেন ওই কক্ষে থাকেন সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। খাবারও যেন দূর থেকে দেওয়া হয়। যেহেতু প্রবাসী তারা দুইজনই সুস্থ সেহেতু তাদের সেবা দেবার জন্য ঘরে থাকাই যথেষ্ট।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here