ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে সোমবার সন্ধ্যায় সুন্দরবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচলা বন্ধ হয়ে যায়। এতে ট্রেন যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়।

ট্রেনের যাত্রী তুহিন আফসারী জানান, সকাল পৌনে ৯ টায় ঢাকা থেকে ছেড়ে আসে সুন্দরবণ এক্সপ্রেসের ট্রেনটি। তিনি যশোরের যাত্রী ছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোটচাঁদপুর রেল স্টেশনে প্রবেশের মুহুর্তে ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে রেলে থাকা যাত্ররীরা আতংকিত হয়ে পড়ে। সিগন্যাল পয়েন্ট সঠিক ভাবে পরিচালনা না করার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে রেলের কর্মচারীরা জানান।

ঘটনার সত্যতা স্বীকার করে কোটচাঁদপুর রেল স্টেশনের মাস্টার নুরুল ইসলাম জানান, রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত হওয়া বগি রেখে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here