সবুজদেশ নিউজ ডেস্কঃ

কোমর ও পেটেরে অতিরিক্ত চর্বি কোনোটাই শরীরের জন্য ভালো নয়। অতিরিক্ত চর্বি হলে শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাধে। তাই অতিরিক্ত চর্বি থাকলে অবশ্যই কমিয়ে ফেলতে হবে।

তবে শরীরে অতিরিক্ত চর্বি হলে অনেকেই চিন্তায় পরে যান। আর যদি কোমড়ে চর্বি হয় তা অবশ্যই খারাপ। তবে একটি পানীয় আছে যা খেলে কোমরের অতিরিক্ত চর্বি কমবে। এই পানীয় খুবই দ্রুত কাজ করে। এটি হলো আদা -পানি। এই পানীয় কোমর, পিঠ ও ঊরুর অতিরিক্ত দেম কমাবে।

এমনি তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ডেমিক। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন এই আদা-পানি।

উপকরণ

একটি আদা ও একটি লেবু।

প্রণালী

আদা খোসাসহ কুচি করে লেবু চিপড়ে রস বের করুন। একটি পাত্র নিয়ে এর মধ্যে দেড় লিটার পানি দিন। এর মধ্যে আদা দিয়ে ১৫ মিনিট সেদ্ধ করুন। পরে ঠাণ্ডা করে নিন। এবার আদাগুলো একটি পাত্রে সরিয়ে নিন। এরপর সিদ্ধ করা পানিটি একটি বোতলের মধ্যে ছেঁকে নিন। এর মধ্যে লেবুর রস মেশান।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস করে পানীয়টি পান করুন। এতে কোমরের অতিরিক্ত চর্বি কমবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here