সবুজদেশ ডেস্কঃ

এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন বাবর আজম। পাকিস্তানের এই অধিনায়ক টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে কোহলিকে ছাড়িয়ে দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়েছেন।

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় খেলায় ৪৬ বলে ৫টি চারের সাহায্যে ৫২ রান করেন বাবর আজম। এই রান করার মধ্য দিয়ে ৫২ ইনিংসে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড গড়েন বাবর। 

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দুই হাজার রান করতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি খেলেন ৫৬ ইনিংস। তার চেয়ে চার ইনিংস কম খেলে মাইলফলক স্পর্শ করেন বাবর। ৬২ ইনিংস খেলে ২০০০ হাজার রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

টি-টোয়েন্টিতে ৫২ ইনিংসে এক সেঞ্চুরি আর ১৮ ফিফটিতে বাবর আজমের সংগ্রহ ২ হাজার ৩৫ রান।

সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা বিরাট কোহলিকে দুইয়ে নামিয়ে চূড়ায় উঠে যান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

সবুজদেশ/ এস ইউ

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here