সবুজদেশ ডেস্কঃ

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। কিংবদন্তি এ গায়কের চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। এই চিকিৎসার খরচ যোগাতে নিজের ফ্ল্যাটও বিক্রি করে দিলেন এন্ড্রু কিশোর।

জানা গেছে, এন্ড্রু কিশোর নিজের শহর রাজশাহীতে একটি ফ্ল্যাট কিনেছিলেন। মাঝে মধ্যে ঢাকা শহরের কোলাহল ছেড়ে সেই বাড়ি গিয়ে থাকতেন। অবশেষে ক্যান্সারের হাত থেকে মুক্তি পেতে ফ্ল্যাটটিও বিক্রি করেছেন তিনি। এন্ড্রু কিশোরের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ডেইলি স্টার।

এদিকে এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস গণমাধ্যমকে জানান, কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। কিংবদন্তি এই শিল্পীর ক্যান্সারের চিকিৎসার জন্য অবশেষে সংগ্রহ হয়েছে ৫০ লাখ টাকা।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিল্পীর চিকিৎসা সহায়তার জন্য ১০ লাখ টাকা দেন বলেও তিনি জানান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here