নিজস্ব প্রতিবেদকঃ

কালীগঞ্জে ১৬ দলীয় ক্লেমন কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইনাল ম্যাচে যশোর ক্রিকেট কোচিং সেন্টার জয়লাভ করেছে। বুধবার তারা স্বাগতকি কালীগঞ্জ ক্রিকেট একাডেমীকে ৩১ রানে পরাজিত করে এ টুনামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরভ লাভ করে।

খেলার বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানী চেক তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম আনার।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে বুধবার দুপুরে ভূষন হাইস্কুল মাঠে অনুষ্টিত শেষ ফাইনাল ম্যাচটির শুভ সুচনা করেন বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। এরপর মুদ্রা নিক্ষপনের মাধ্যমে যশোর ক্রিকেট দল জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শুরু থেকেই ব্যাটিং তান্ডব চালাতে থাকে যশোর দলের ব্যাটম্যানসরা। তারা ২০ ওভারে ৬ ইউকেট হারিয়ে ২০২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক কালীগঞ্জ ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৭১ রান তুলতে সক্ষম হয়। ফলে ৩১ রানের ব্যাবধানে যশোর একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। কালীগঞ্জ দলের অধিনায়ক সোহাগ সর্বোচ্চ ৭২ রান এবং বিজয়ী দলের সোহেল ৫০ রান করায় ম্যান অফদি ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্টানের ঘোষনা মোতাবেক খেলোয়াড়দের নগদ টাকা পুরস্কার দেওয়া হয়।

খেলা শেষে কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহ-সভাপতি বাবু অজিৎ ভট্্রাচার্ষের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ক্রীড়া সমিতির সাবেক সাধারন সম্পাদক রিয়াকত আলী, কালীগঞ্জ ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি স্বরজিত দাস, বর্তমান সভাপতি এ্যাডঃ আজিজুর রহমান, যশোর ক্রিকেট কোচিং সেন্টারের আজিম হোসেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সম্পাদক লুৎফর রহান লাড্ডু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সম্পাদক সাবজাল হোসেন, সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম, ক্রীড়া ফেডারেশনের সদস্য ওবাইদুল হক মেহেদি ও ক্রীকেট কোচ মশিউর রহমান নয়ন সহ অন্নান্য কর্মকর্তাগন।

এ টুর্নামেন্টের ১৬ টি খেলায় ম্যান অব দি ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছেন অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এবং মিডিয়া পার্টনার হয়েছে কালীগঞ্জ প্রেসক্লাব।

খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন খন্দকার রোকন উদ্দিন ও এম সাইদুর রহমান শাহিন এবং অফিসিয়াল স্কোরার ছিলেন বাবু কার্তিক ভট্টাচার্ষ্য। ধারাভাষ্যে ছিলেন, খোরশেদ আলম ও সজিব হোসেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here