ঢাকাঃ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে হাসপাতাল থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, ‘সিসিইউতে থাকা রোগীর সাথে তো সবসময় কথা বলা যায় না। দূর থেকে দেখতে হয়। গতকাল যেমন ছিলেন, আজও তেমন আছেন।’

গত ১০ এপ্রিল করোনা পরীক্ষার পর খালেদা জিয়ার সংক্রমণ ধরা পড়ে। শুরুতে তিনি গুলশানে তার ভাড়া বাসা ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকীর অধীনে চিকিৎসা নিচ্ছিলেন।

২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৩ মে) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here