খুলনাঃ

খুলনার হরিণটানা থানার নয়ন হত্যা মামলার আসামি শাকিবকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার দেয়া তথ্য অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।

সে আজ শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, হরিনটানা থানার গত ২৯ জানুয়ারি দায়ের করা ৮ নম্বর হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নং আসামি শাকিব (১৯)কে বৃহস্পতিবার মাগুরা জেলার শ্রীপুর থানাধীন দাড়িয়াপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে লবণচরার মোঃ শামীম রেজার ছেলে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত চাকু লবনচরা থানাধীন মোহাম্মদনগর ফাতেমা মসজিদের পশ্চিম পাশে ঘাসের মধ্যে থেকে উদ্ধার করেন।

সে আজ শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট খুলনার মোঃ আতিকুস সামাদ’র কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত মারামারিতে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে খুবির খান বাহাদুর আহসানুল্লাহ হল গেটের বিপরীতে তাকে ছুরিকাঘাত করে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নয়ন নগরীর গল্লামারী ইসলামনগর এলাকার মো. মালেক সরদারের ছেলে। 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here