খুলনা :

খুলনায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার নূর আলম খানের ২ শিশু সন্তানও করোনায় আক্রান্ত হয়েছে। আজ বুধবার তার ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম (১৪) ও মাহিম (৩) এর নমুনা পরীক্ষার পর তারা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, গত মঙ্গলবার সকালে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের নূর আলম খান করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এরপর মঙ্গলবার রাতে পরীক্ষার জন্য তার ২ ছেলের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। বুধবার দুপুরে পরীক্ষার ফলাফলে তারা করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে। ওই দুটি শিশু বর্তমানে বাড়িতেই আছে।

ডা. আনিসুর জানান, নূর আলমের সংস্পর্শে আসা মোট ৬ জনের নমুনা মঙ্গলবার রাতে ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ২ জন করোনা পজেটিভ এবং ৪ জনের ফলাফল নেগেটিভ। তিনি আরও জানান, আজ বুধবার মৃতের স্ত্রীসহ ৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রাতে ফলাফল জানা যেতে পারে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here