খুলনা প্রতিনিধিঃ

করোনা ভাইরাস প্রতিরোধে খুলনায় বিদেশফেরত ৮ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সম্প্রতি সিংগাপুর, উমান ও ভারত থেকে দেশে ফিরেছে। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে খুলনার তেরখাদা উপজেলাতেই রয়েছেন ৫জন। যারা সম্প্রতি সিঙ্গাপুর থেকে ফিরেছেন।

এছাড়া খুলনার দাকোপ উপজেলায় দু’জন রয়েছেন। এর মধ্যে একজন ওমান থেকে এবং অপর জন ভারত থেকে এসেছেন। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, বিদেশ ফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। উল্লিখিত ৭জনও নিজ নিজ বাড়িতেই অবস্থান করছেন। তবে, চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা কোরোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত: ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তিনি বলেন, খুলনা জেলায় এখন পর্যন্ত কোরোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here