খুলনা:

করোনাভাইরাসে খুলনা বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হার কমেছে।  গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগটিতে এক হাজার ৫৩৩ জনের মৃত্যু হলো করোনায়।

এর একদিন আগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১০ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে চারজন, মেহেরপুরে ও নড়াইলে দুজন করে চারজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here