খুলনাঃ

খুলনা বিভাগে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১৩ হাজার ছাড়াল। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২১ জন শনাক্তের মধ্য দিয়ে বিভাগে এখন মোট সংখ্যা ১৩ হাজার ২৩৯। বিভাগে এক দিনে এই প্রথম চার শতাধিক রোগী শনাক্ত হলো।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন। অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বিভাগে নতুন করে ২২৩ জন সুস্থ হন। এ নিয়ে সুস্থ হলেন ৮ হাজার ৩০১ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার প্রায় ৬৩ শতাংশ। বিভাগের মধ্যে আজ খুলনায় রোগী সাড়ে চার হাজার, যশোরে দুই হাজার, কুষ্টিয়ায় দেড় হাজার ও ঝিনাইদহে এক হাজার ছাড়িয়েছে।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৯ মার্চ। পরবর্তী ৭৩ দিনে শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়ায়। ৮৫তম দিনে সংখ্যাটা হাজারে পৌঁছায়। তারপর ৩ জুলাই ১০৭তম দিনে এসে বিভাগে রোগীর সংখ্যা ৫ হাজার অতিক্রম করে। ১ আগস্ট ১৩৬তম দিনে রোগীর সংখ্যা ১২ হাজার পার করে। আজ বৃহস্পতিবার ১৪১তম দিনে রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়াল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৪২১ জনের মধ্যে খুলনা জেলায় ৭৮ জন, বাগেরহাটে ১, চুয়াডাঙ্গায় ৭১, যশোরে ৭৬, ঝিনাইদহ ৩৬, কুষ্টিয়া ৯২, মাগুরায় ৩১, মেহেরপুরে ৩, নড়াইলে ২১ ও সাতক্ষীরায় ১২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাবে বিভাগে করোনায় সংক্রমিত ১৩ হাজার ২৩৯ জনের মধ্যে ৪ হাজার ৫৫৩ জনই খুলনা জেলার। এ ছাড়া বাগেরহাটে ৬৩৭ জন, চুয়াডাঙ্গায় ৭৫৯, যশোরে ২ হাজার ২২, ঝিনাইদহে ১ হাজার ৫২, কুষ্টিয়ায় ১ হাজার ৮৪১, মাগুরায় ৫২৫, মেহেরপুরে ২১৯, নড়াইলে ৮৫১ ও সাতক্ষীরায় ৭৮০ জন করোনায় সংক্রমিত হন।

বিভাগে এখন কোভিড–১৯ রোগে মৃতের সংখ্যা ২২৯। এর মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৭০ জন মারা গেছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ৩৬ জন, যশোরে ২৯, সাতক্ষীরায় ২২, ঝিনাইদহে ১৭, বাগেরহাটে ১৫, নড়াইলে ১২, চুয়াডাঙ্গায় ১৩, মাগুরায় ৮ ও মেহেরপুরে ৭ জন মারা গেছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here