আল মামুন সোহাগ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি প্রভাতফেরি বের হয়। প্রভাতফেরিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা হয়। 
এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এর আগে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডিসি গোপাল চন্দ্র দাস, এসপি মাহবুবুর রহমান (পিপিএম-বার), জেলা জজ রবিউল ইসলাম।
এরপর জেলা আওয়ামী লীগের নেতারা, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইনেম হাসান জোর্যাদ্দার অনিক ও সাধারন সম্পাদক মো জানিফ র নেতৃত্বে জেলা ছাত্রলীগ, চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে পৌর পরিষদ,জেলা প্রেস ক্লাবের পক্ষে সভাপতি মানিক আকবর ও সেক্রেটারি আরিফুল ইসলাম ডালিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here