দামুডহুদায় বিষ খাইয়ে স্বামীকে হত্যা চেষ্টা, স্ত্রী কারাগারে - ফাইল ছবি

চুয়াডাঙ্গাঃ

শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় দুই নবজাতকের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন থেকে তারা মারা যায়।

মৃত শিশুরা হলো- সদর উপজেলার বোয়ালমারী গ্রামের দিবাকর কুমারের চার দিনের ছেলে জয় এবং সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের দুদিন বয়সী ছেলে সোয়াইদ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাব হোসেন জানান, ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে গত দু-তিন দিন ধরে রোগী বেশি আসছে।

বুধবার ভোরে শীতজনিত কারণে হাসপাতালে চিকিসাধীন থেকে দুই নবজাতকের মৃত্যু হয়। তাদের ওজনও তুলনামূলকভাবে কম ছিল।

বুধবার সকাল ৮টা পর্যন্ত সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ২৩ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিল। এর মধ্যে ১৭ জনই শিশু। শিশু ওয়ার্ডে ভতি ছিল ২৭ জন। এদের বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here