চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৭৩টি নমুনা পরীক্ষায় ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে জীবননগর উপজেলার একজন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিনজন, দামুড়হুদা উপজেলায় একজন এবং আলমডাঙ্গার একজন রয়েছেন।

এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় ১৪০ জনের মৃত্যু হলো। এর মধ্যে জেলায় ১২৪ জন এবং জেলার বাইরে ১৬ জন।

এদিকে নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৫৩ জন, আলমডাঙ্গার ২৩ জন, দামুড়হুদার ৩১ জন এবং জীবননগরের ২১ জন রয়েছেন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১ হাজার ৯২৯ জন। এরমধ্যে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৮০২ জন এবং হাসপাতালে আছেন ১২৭ জন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৭৭ জনে। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৬০৮ জন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here