চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এসব স্বর্ণের বার ফেলে ভারতে পালিয়ে যায় এক যুবক। জব্দ এসব স্বর্ণের মূল্য প্রায় এক কোটি টাকা।

শুক্রবার বিকাল ৩টার দিকে মুন্সিপুর সীমান্তের ৯২নং পিলারের নিকট হতে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে সংবাদে ভিত্তিতে জানতে পারে মুন্সিপুর সীমান্ত দিয়ে একটি স্বর্ণ ভারতে পাচার হবে। এমন সংবাদে মুন্সিপুর ক্যাম্পের নায়ক সুবেদার আলাউদ্দিন বিশ্বাস সঙ্গী ফোর্স নিয়ে মুন্সিপুর সীমান্তে ৯২ মেইন পিলারের নিকট অবস্থান নেয়। এ সময় এক যুবককে দেখে চ্যালেঞ্জ করলে তিনি তিনটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যান।

পরে সীমান্তের ৯২/১০ মেইন পিলারের ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে ৩টি সাদাকালো টেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। এসব স্বর্ণের বারের ওজন ১ কেজি ১০০ গ্রাম; যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here