গাজীপুরঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের স্নাতক (অনার্স) তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফল সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এজন্য যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NUH3Exam Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকেও ফল জানা যাবে।

উল্লেখ্য, বিএসসি অনার্স কোর্সের বিভিন্ন বিষয়ের যেসব শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা কোভিড-১৯-এর কারণে গ্রহণ করা সম্ভব হয়নি, তাদের ফলাফল স্থগিত করা হয়েছে।

ব্যবহারিক পরীক্ষা খুব শিগগিরই গ্রহণের পর তার ফলাফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here