সাগরে উদ্ধারকারী জাহাজ - ছবি : সংগৃহীত

সবুজদেশ ডেস্কঃ

জাতিসঙ্ঘের অভিবাসন বিষয়ক স্ংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, পূর্ব আফ্রিকার জিবুতি থেকে ইয়েমেনগামী অতিরিক্ত যাত্রীবোঝাই এক নৌকা থেকে ৮০ অভিবাসী ও শরণার্থীকে সাগরে ফেলে দিলে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শরণার্থীদের বহনকারী এই নৌকা বুধবার জিবুতি ছেড়ে ইয়েমেনের উদ্দেশ্যে যাত্রা করে। ১৮ বছরের কম বয়সী শিশুসহ দুই শ’র বেশি যাত্রীবোঝাই ওই নৌকা যাত্রা শুরুর পর পাচারকারীরা সাগরে ৮০ জনকে নিক্ষেপ করে।

আইওএম জানায়, পাঁচজনের লাশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং বেঁচে যাওয়াদের জিবুতিতে চিকিৎসা দেয়া হচ্ছে।

শরণার্থীরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইথিওপিয়া, সোমালিয়া থেকে প্রায়ই অভিবাসী ও শরণার্থীরা নিজ দেশের দারিদ্র্য ও যুদ্ধ থেকে বাঁচতে জিবুতি হয়ে কাজের সন্ধানে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমায়।

গত বছরের অক্টোবরে জিবুতির কাছে পাচারকারীরা নৌকা থেকে ফেলে দিলে পানিতে ডুবে আট অভিবাসীর মৃত্যু হয়।

২০১৭ সালে সোমালিয়া ও ইথিওপিয়ার ৫০ এর বেশি অভিবাসী ইয়েমেন উপকূলে পাচারকারীরা নৌকা থেকে ফেলে দেয়ার পর পানিতে ডুবে মারা যায়।

সূত্র : আলজাজিরা

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here