নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে শিশু একজন, নারী ৩ ও পুরুষ ৬ জন রয়েছে।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-কালীগঞ্জ উপজেলার মোস্থাফিজুর রহমান (২৫), চুয়াডাঙ্গার ডিঙ্গেদহের রেশমা (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাকদহের ওলিউল আলম (২৬) ও ঝিনাইদহ সদরের ইউনুচ আলী (২৬), বাসের ড্রাইভার মাগুরার উজ্জল হোসেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বুধবার বিকেল ৩ টার দিকে ঝিনাইদহ গামী জেকে পরিবহন বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বাসের মধ্যে থেকে ৯জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর বারোবাজার গরীবশাহ ক্লিনিকে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আহত প্রায় ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪/৫ জনের অবস্থা আশঙ্কা জনক।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here