ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপায় এক ইউপি চেয়ারম্যান (৫৯) তার স্ত্রী (৫১) ছেলে (৪৫) ও ছেলের স্ত্রী (৩৭) সহ ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে এ উপজেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ৩০ জনে। 

এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন মৃত্যু হয়েছে ১ জনের।  আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন।

তিনি জানান, ঝিনাইদহ জেলায় বুধবার সকালে ৪৯টি নমুনার রিপোর্ট এসেছে।  এতে মোট ১৬ জন আক্রান্ত হয়েছেন।  ১৬ জনের মধ্যে যশোর ল্যাব থেকে শৈলকুপা উপজেলার ১১টি প্রাপ্ত নমুনা রিপোর্টে ৬ জনের পজেটিভ এসেছে বাকি ৫টি নমুনার ফলাফল নেগেটিভ। 

নমুনার রিপোর্টে পজেটিভ উমেদপুর ইউপি চেয়ারম্যান সহ তার একই পরিবারের ৪ জন, একজন পৌর এলাকার ও একজন উপজেলার মনোহরপুর ইউনিয়নের বাসিন্দা। আক্রান্ত রোগীদের বাড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে লকডাউন করা হয়েছে। 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here