নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৮৪ টি নমুনার রিপোর্টে নতুন ৩৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২৪ জন, কালীগঞ্জে ৬ জন, কোটচাঁদপুরে ২ জন ও মহেশপুরে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪১৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮১২ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ২২ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪১৪ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৭০৬, শৈলকুপায় ১৫৯, হরিণাকুন্ডুতে ৭০, কালীগঞ্জে ৩৩৯, কোটচাঁদপুরে ৮৯ ও মহেশপুরে ৫১ জন আক্রান্ত হয়েছেন।

যে ৩৩ জন আক্রান্ত হয়েছেন তাদের এলাকাঃ

ঝিনাইদহ সদর- ২৪
১.বাস টার্মিনাল, ওয়ার্ড নং-০১
২.পাগলা কানাই, ওয়ার্ড নং-০৫
৩. UH&FWC বইডাঙ্গা বাজার
৪.UH&FWC বইডাঙ্গা বাজার
৫.ব্যাপারী পাড়া, ওয়ার্ড নং-০৫
৬.পবহাটি, ওয়ার্ড নং-০১
৭.পুলিশ লাইন
৮.এইস.এস.এস সড়ক থানা পাড়া
৯.চান্দপুর পোল গান্না বাজার
১০.হাট গোপালপুর, ওয়ার্ড নং-১১
১১.আরাপপুর, ওয়ার্ড নং-০৯
১২.মহিলা কলেজ পাড়া, ওয়ার্ড নং-০২
১৩.পবহাটি, ওয়ার্ড নং-০১
১৪.রথিডাঙ্গা, ওয়ার্ড নং-০৫
১৫.চান্দপুর পোল গান্না বাজার, ওয়ার্ড নং-০৬
১৬.আরাপপুর, ওয়ার্ড নং-০৯
১৭.আরাপপুর, ওয়ার্ড নং-১০
১৮.আল হেরা পাড়া, ওয়ার্ড নং-০৩
১৯.আল হেরা পাড়া, ওয়ার্ড নং-০৩
২০.হামদহ, ওয়ার্ড নং-০৩
২১.চানপুর, ওয়ার্ড নং-০৫
২২.মডার্ন পাড়া
২৩.আরাপপুর
২৪.বাচুয়া(হরিনাকুন্ডু) বর্তমান অবস্থান সদরে

কালীগঞ্জ- ৬
১.কামালহাট,কোলা-১
২.ছাদবা, ত্রিলোচনপুর-৬
৩.হেলায়
৪.বলিদা পাড়া
৫.ব্রাক ব্যাংক
৬.বাদাধি, বারবাজার-৬

কোটচাঁদপুর- ২
১.গালিম্পুর, কুশনা, ওয়ার্ড নং-০৭
২.সব্দারপুর, ওয়ার্ড নং-০১

মহেশপুর- ১
১.ফতেহপুর

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here