নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১৫৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ১১২ টি নমুনার রিপোর্টে নতুন ৪১ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৩০ জন, শৈলকুপায় ৩ জন, হরিণাকুন্ডুতে ৪ জন কালীগঞ্জে ৬ জন ও কোটচাঁদপুরে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৬২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯৮৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ২৩ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫৬২ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৭৬৯, শৈলকুপায় ১৮৯, হরিণাকুন্ডুতে ৮৯, কালীগঞ্জে ৩৬৫, কোটচাঁদপুরে ৯৮ ও মহেশপুরে ৫২ জন আক্রান্ত হয়েছেন।

যে ৪১ জন আক্রান্ত হয়েছেন তাদের এলাকাঃ

ঝিনাইদহ সদর- ৩০- ১. আরুয়াকান্দি, ওয়ার্ড নং-৯ ২. ধোপা বিলা ৩. আরাপপুর, ওয়ার্ড নং-০৮ ৪. কলাবাগান, ওয়ার্ড নং-০৬ ৫. রেসিডেন্স অফ ডিসট্রিক্ট জজ ৬. রেসিডেন্স অফ ডিসট্রিক্ট জজ ৭. চরগলোফ নগর, ওয়ার্ড নং-০৮ ৮. মাস্টার পাড়া, ওয়ার্ড নং-০৯ ৯. আদর্শ পাড়া ১০. আরাপপুর, ওয়ার্ড নং-১০ ১১. কন্দের পাড়া ১২. আদর্শ পাড়া ১৩. পুলিশ সুপার কার্যালয় ১৪. পুলিশ লাইন ১৫. আদর্শ পাড়া ১৬. হামদহ, ওয়ার্ড নং-০৩ ১৭. কুমড়বাড়িয়া, ওয়ার্ড নং-০৩ ১৮. তেতুলবাড়িয়া ১৯. সদর হাসপাতাল ২০. সদর হাসপাতাল ২১. পুলিশ লাইন ২২. চাকলাপাড়া ২৩. কে.পি.বসু সড়ক, ওয়ার্ড নং-০৬ ২৪. কাশিপুর ২৫. মহিলা কলেজ পাড়া-০২ ২৬. ছোট কামার কুন্ডূ ২৭. আরাপপুর, সোনালী পাড়া ২৮. আদর্শ পাড়া, ওয়ার্ড নং-০২ ২৯. আদর্শ পাড়া, ওয়ার্ড নং-০২ ৩০.কবি গোলাম মোস্তফা সড়ক

কালীগঞ্জ- ৩- ১.আলাইপুর, সুন্দরপুর, দুর্গাপুর ২. মহিলা কলেজ পাড়া ৩. মহিলা কলেজ পাড়া

শৈলকূপা- ৩- ১. ছার কইল ২. হাকিমপুর ৩. কাজী পাড়া কৃষি ব্যাংক

হরিনাকুন্ডু- ৪- ১. যাদবপুর ২. হরিশপুর ৩. শিঙ্গা ৪. নেস্তলা

কোটচাঁদপুর- ১- ১.বোলা বাড়িয়া

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here