নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১৫৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৬৩ টি নমুনার রিপোর্টে নতুন ২২ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ১২ জন, শৈলকুপায় ৪ জন, হরিণাকুন্ডুতে ৪ জন কালীগঞ্জে ১ জন ও কোটচাঁদপুরে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৮৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯৮৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ২৫ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫৮৪ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৭৮১, শৈলকুপায় ১৯৩, হরিণাকুন্ডুতে ৯৩, কালীগঞ্জে ৩৬৬, কোটচাঁদপুরে ৯৯ ও মহেশপুরে ৫২ জন আক্রান্ত হয়েছেন।

যে ২২ জন আক্রান্ত হয়েছেন তাদের এলাকাঃ

ঝিনাইদহ সদর- ১২- ১. কাঞ্চনগর, ওয়ার্ড নং-০৬ ২. কাঞ্চনগর, ওয়ার্ড নং-০৬ ৩. বনানী পাড়া, ওয়ার্ড নং-০৪ ৪. রতন হাট, ওয়ার্ড নং-১৬ ৫. কোড়া পাড়া ৬. ছোট কামার কুন্ডু ৭. আদর্শ পাড়া, ওয়ার্ড নং-০২ ৮. হাসপাতাল পাড়া ৯. হামদহ , ওয়ার্ড নং-০৪ ১০. হামদহ , ওয়ার্ড নং-০৫ ১১. ব্যাপারি পাড়া ওয়ার্ড নং-০৫ ১২. সৈয়দ মশিউর রহমান সড়ক

কালীগঞ্জ- ১- ১.নিশচিন্তপুর

শৈলকূপা- ৪- ১. দেবতলা, দিগনগর ২. বারুরিয়া,সারুটীয়া-০১ ৩. নাগপাড়া, হাকিমপুর-০২ ৪. চরবাখারবা,সারুটীয়া-০১

হরিনাকুন্ডু- ৪- ১. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩. হাসপাতাল মোড় ৪. শাঁড়াতোলা

কোটচাঁদপুর- ১- ১. তালসার

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here