ঝিনাইদহঃ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৮৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৭৭ টি নমুনার রিপোর্টে নতুন ২৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে ১৫ জন, শৈলকুপায় ৪ জন, হরিণাকুন্ডুতে ১ জন, কালীগঞ্জে ৫ জন ও কোটচাঁদপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩০৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১৬ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪৪ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৩৮১, শৈলকুপায় ১০০, হরিণাকুন্ডুতে ৩১, কালীগঞ্জে ২৪৯, কোটচাঁদপুরে ৫২ ও মহেশপুরে ৩১ জন আক্রান্ত হয়েছেন।

যে ২৮ জন আক্রান্ত হয়েছেন তাদের এলাকাঃ

ঝিনাইদহ সদর- ১৬- ১. সদর হাসপাতাল ২.আরাপপুর ৩. উপশহর পাড়া ৪. দুঃখী মাহমুদ সড়ক ৫. পাগলা কানাই কাঁঠাল বাগান ৬. আরাপুর পশ্চিম পাড়া ৭. সদর হাসপাতাল কোয়ার্টার ৮.আরাপপুর ৯. হামদহ সততা পাড়া ১০. ধোপাঘাটা গোবিন্দপুর ১১. কলাবাগান (কাঞ্চন নগর ) ১২. পায়রাচত্তর ১৩. হামদহ পাওয়ার হাউজ রোড ১৪. হামদহ পাওয়ার হাউজ রোড ১৫.হামদহ পাওয়ার হাউজ রোড ১৬.ঘোড়শাল

কালীগঞ্জ- ৫- ১. আড়মুখি, নলডাঙা ২. বনানিপাড়া ৩. বনানিপাড়া ৪. আগ্মুন্দিয়া, রায়গ্রাম ৫. আলাইপুর, সুন্দরপুর, দুর্গাপুর

শৈলকূপা- ৪- ১.হাবিবপুর ২. বাজারপাড়া শৈলকূপা ৩. বাজারপাড়া শৈলকূপা ৪.কবিরপুর

কোটচাঁদপুর- ২- ১. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২. কলেজ স্ট্যান্ড

হরিনাকুন্ডু- ১- ১. সাবেক বিন্নি চান্দপুর

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here