নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১৭৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৫৭ টি নমুনার রিপোর্টে নতুন ১১ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে ৭ জন, হরিণাকুন্ডুতে ২ জন ও কালীগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭৬৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২৩৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ৩০ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭৬৬ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৮৭৪, শৈলকুপায় ২১৬, হরিণাকুন্ডুতে ১০৩, কালীগঞ্জে ৩৯৩, কোটচাঁদপুরে ১১১ ও মহেশপুরে ৬৯ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ১১ জনের এলাকাঃ

ঝিনাইদহ সদর- ৭- ১.ক্যাডেট কলেজ ২.ব্যাপারী পাড়া, ওয়ার্ড নং-০৫ ৩.এন. এস. আই. অফিস ৪.ব্যাপারী পাড়া, ওয়ার্ড নং-০৫ ৫.বাঘা যতিন সড়ক, ওয়ার্ড নং-০৬ ৬.হামদহ ৭.চাকলাপাড়া

কালীগঞ্জ- ২- ১.আড় পাড়া ২.খোরাশনি, নলডাংগা

হরিণাকুণ্ডু- ২- ১.উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২.পি. আই. ও অফিস

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here