নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১০৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৬৯ টি নমুনার রিপোর্টে নতুন ২৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে ১২জন, শৈলকুপায় ১ জন, হরিণাকুন্ডুতে ৪ জন, কালীগঞ্জে ৫ জন ও কোটচাঁদপুরে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৭৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬১৩ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১৭ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৭৫ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪৯৮, শৈলকুপায় ১২৭, হরিণাকুন্ডুতে ৪৭, কালীগঞ্জে ২৯০, কোটচাঁদপুরে ৭৪ ও মহেশপুরে ৩৯ জন আক্রান্ত হয়েছেন।

যে ২৩ জন আক্রান্ত হয়েছেন তাদের এলাকাঃ

ঝিনাইদহ সদর- ১২– ১. এ্যাবরো, হাইওয়ে থানা ২. শৈলকুপা ৩. সদর হাসপাতাল ৪. ভাটই বাজার ৫. আদর্শ পাড়া ৬.পাগলা কানাই ৭. পুলিশ লাইন ৮. আরাপপুর ৯. উপশহর পাড়া ১০. গীতান্জলী সড়ক ১১. হামদহ, কান্চনপুর ১২. আরাপপুর সিটি কলেজ পাড়া

কালীগঞ্জ – ৫ – ১. ফয়লা পৌরসভা ২. আড়পাড়া ৩. আড়পাড়া ৪. খাদাপাড়া ৫. সি.এইস.সি.পি. নগর চাপরাইল

শৈলকুপা- ১- ১. টংবিলা, দুধসর

হরিণাকুন্ডু- ৪- ১. টাওয়ার পাড়া, রঘুনাথপুর ২. খাজুরা ৩. কুলবাড়িয়া ৪. বিস্তারিত তথ্য নেই

কোটচাঁদপুর- ১- ১. কলেজ বাস স্ট্যান্ড

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here