নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১১৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৫৫ টি নমুনার রিপোর্টে নতুন ২১ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে শৈলকুপায় ৫ জন, হরিণাকুন্ডুতে ৫ জন, কালীগঞ্জে ৭ জন, কোটচাঁদপুরে ২ জন ও মহেশপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৪৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭২০ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ২০ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১৪৯ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৫৩৭, শৈলকুপায় ১৩৫, হরিণাকুন্ডুতে ৫২, কালীগঞ্জে ৩০৪, কোটচাঁদপুরে ৭৭ ও মহেশপুরে ৪৪ জন আক্রান্ত হয়েছেন।

যে ২১ জন আক্রান্ত হয়েছেন তাদের এলাকাঃ

কালীগঞ্জ- ৭- ১.আড়পাড়া ২. আড়পাড়া ৩. আড়পাড়া ৪. বানুড়িয়া ত্রিলোচনপুর ৫. কাঠালবাগান ৬. কাঠালবাগান ৭. বালিদা পাড়া

শৈলকূপা- ৫- ১. কবিরপুর ২. শাহী মসজিদ ৩. শ্রীরামপুর ত্রিবেনী ৪. কবিরপুর ৫. কবিরপুর

মহেশপুর- ২- ১. মহেশপুর পৌরসভা, ওয়ার্ড নম্বর ৬২. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কোটচাঁদপুর- ২- ১. সলেমনপুর ২. উপজেলা পাড়া

হরিনাকুন্ডু- ৫- ১. উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ২. হরিনাকুন্ডু পৌরসভা ওয়ার্ড নম্বর ৩. তাহেরহুদা ৪. ভেরাখালি জোড়াদাহ ৫. জোড়াদাহ

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here