নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে সর্বোচ্চ আরও ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৭৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ১৫৩ টি নমুনার রিপোর্টে নতুন ৬৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে ৪৯ জন, শৈলকুপায় ৪, হরিণাকুন্ডুতে ১, কালীগঞ্জে ৮ জন, ও কোটচাঁদপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৪৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬০জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১৪ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৪৬ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৩১৯, শৈলকুপায় ৯২, হরিণাকুন্ডুতে ২৭, কালীগঞ্জে ২৩১, কোটচাঁদপুরে ৪৭ ও মহেশপুরে ৩০ জন আক্রান্ত হয়েছেন।

যে ৬৪ জন আক্রান্ত হয়েছেন তাদের এলাকাঃ

ঝিনাইদহ সদর- ৪৯- ১. সোনালী ব্যাংক ২.কাঞ্চনপুর, উত্তরপাড়া ৩. হামদহ, দিঘীরপাড়া ৪. কাঞ্চনপুর, স্কুলপাড়া ৫.ব্যাপারীপাড়া ৬.আন্সার ভি.ডি.পি অফিস ৭.বড় খাজুরা স্কুল পাড়া ৮.বাঘাযতিন সড়ক ৯. ঝিনাইদহ শিশু হাসপাতাল ১০.ঝিনাইদহ সদর ১.আরাপপুর ১২.হামদহ ১৩.ঝিনাইদহ পুলিশ লাইন ১৪.খাজুরা পূর্বপাড়া ১৫.সদর সার্কেল ঝিনাইদহ ১৬.সদর সার্কেল ঝিনাইদহ ১৭.সদর সার্কেল ঝিনাইদহ ১৮. হামদহ শান্তিনগর পাড়া ১৯.হামদহ,মোল্লাপাড়া ২০.পবহাটি ২১. ৯ নং ওয়ার্ড মুরারিদহ ২২.আরাপপুর দুঃখী মাহমুদপাড়া ২৩.কুলবাড়িয়া ২৪ ঝিনাইদহ সদর ২৫ পাগলা কানাই মোড় ২৬.চাকলাপাড়া ২৭.ব্যাপারীপাড়া ২৮.উপশহর পাড়া ২৯.সদর পুলিশ ফাঁড়ী ৩০.ব্যাপারীপাড়া ৩১.হামদহ ৩২.হামদহ ৩৩.পবহাটি মাঠপাড়া ৩৪.পাগলাকানাই মোড় ৩৫.সদর হাসপাতাল ঝিনাইদহ ৩৬. আরাপপুর ৩৭.কাঞ্চন নগর ৩৮.বাকরি, হরিশঙ্করপুর ৩৯.ছোট কামারকুন্ডু ৪০.ট্রাফিক অফিস ৪১.সদর হাসপাতাল ঝিনাইদহ ৪২. র‌্যাব-৬ ঝিনাইদহ ৪৩. র‌্যাব-৬, ঝিনাইদহ ৪৪.জেলা জেল ঝিনাইদহ ৪৫.ভুটিয়ারগাটি ৪৬.ব্যাপারীপাড়া ৪৭.বাঘাযতিন সড়ক, মদনমোহন পাড়া ৪৮.বাঘাযতিন সড়ক, মদনমোহন পাড়া ৪৯.কান্চনপুর স্কুল পাড়া

কালীগঞ্জ-৮- ১. ফয়লা ২. খেদাপাড়া ৩. শিবনগর ৪. নিশ্চিন্তপুর ৫. আড়পাড়া ৬. আড়পাড়া ৭. বালিয়াডাংগা ৮. কালিগন্জ

শৈলকূপা- ৪- ১. ভাটই বাজার, দুধসর ২.কৃষ্ণনগর ৩.হারুন্দিয়া, দিগনগর ৪.সোনালী ব্যাংক, গাড়াগঞ্জ

কোটচাঁদপুর- ২- ১.হসপিটাল পাড়া ২.উপজেলা পরিষদ

হরিনাকুন্ডু- ১- ১. কন্যাদাহ, চাঁদপুর

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here