নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে আনসার আলী মন্ডল (৭০) নামে করোনায় আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। তিনি হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি চাঁদপুর গ্রামের তোয়াজ উদ্দীন মন্ডলের ছেলে।

করোনার সাম্প্রতিক ঢেউ শুরু হলে এই নিয়ে ঝিনাইদহে মা মেয়েসহ ৫ জনের মৃত্যু হলো। এর আগে কালীগঞ্জের আইনজীবী আশরাফুজ্জামান, কালীগঞ্জের বেজপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী রহিমা খাতুন ও তার মেয়ে সালমা আক্তার মুন্নি এবং শৈলকুপার ফুলহরি গ্রামের দরবার আলী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আনসার আলী এক সময় সৌদি প্রবাসি ছিলেন। তিনি ঝিনাইদহ শহরের জজ কোর্ট পাড়ায় বসবাস করছিলেন।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, করোনার উপসর্গ নিয়ে আনসার আলী গত ৫ এপ্রিল ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ৮ এপ্রিল করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনসার আলী হাসপাতালেই মারা যান।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার নগরবাথান গোরস্থানে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্য মাওঃ শাহিনুর আলমের নেতৃত্বে আনসার আলীর লাশ দাফন করা হয়। করোনা শুরুর পর থেকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ৬৯ জনের লাশ দাফন করেছে।

এদিকে ঝিনাইদহে নতুন করে ১৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৫৪ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩৫৭ জন ও মৃত্যু হয়েছে ৪১ জনের।

শুক্রবার ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৭৫ টি নমুনার ফলাফলের মধ্যে ১৩ জনের পজেটিভ রিপোর্ট আসার বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।

আক্রান্তদের এলাকাঃ

ঝিনাইদহ সদর- ১. নতুন কোর্টপাড়া ২. হামদহ ৩. মহিলা কলেজ পাড়া ৪. শেরে বাংলা রোড

শৈলকূপা- ১. কবিরপুর ২. ফুলহরি ৩. খন্দকবাড়িয়া

কালীগঞ্জ- ১. শিবনগর ২.ফয়লা ৩. মির্জাপুর

কোটচাঁদপুর- ১. দয়ারামপুর ২. কাশীপুর

হরিণাকুন্ডু- ১. চাঁদপুর

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here