নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৫৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৮৪ টি নমুনার রিপোর্টে নতুন ২৫ জন আক্রান্ত হয়েছেন এবং যশোর ল্যাব থেকে ২ জনের করোনা পজেটিভ এসেছে। এরমধ্যে সদরে ১৪ জন, শৈলকুপায় ৩, কালীগঞ্জে ৮ জন, ও মহেশপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯৮ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১১ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৮৭ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২৩২, শৈলকুপায় ৭৬, হরিণাকুন্ডুতে ২৪, কালীগঞ্জে ১৯৪, কোটচাঁদপুরে ৩১ ও মহেশপুরে ৩০ জন আক্রান্ত হয়েছেন।

যে ২৭ জন আক্রান্ত হয়েছেন তাদের এলাকাঃ

ঝিনাইদহ সদর- ১৪- ১. পুলিশ লাইন ঝিনাইদহ ২. পুলিশ লাইন ঝিনাইদহ ৩. পুলিশ লাইন ঝিনাইদহ ৪. মথুরামপুর ৫. শিকারপুর সড়ক নং-২৪ ৬. আরাপপুর ৭. খাপারা,আরাপপুর ৮.আরাপুর,দুঃখী মাহমুদ সড়ক ৯. র‌্যাব ক্যাম্প ঝিনাইদহ ১০. মোল্লা ভবন মডার্ন সড়ক ১১. চাকলাপাড়া ১২. সোনালী ব্যাংক ১৩. আদর্শপাড়া ১৪. গোবিন্দপুর

কালীগঞ্জ- ৮- ১. ফয়লা ২.কলেজপাড়া ৩. বেলেদাঙ্গা বারিনগর ৪. গোপালপুর, জামাল ৫. কালীগঞ্জ উপজেলা কোয়ার্টার ৬. মধুগঞ্জ বাজার ৭. নিশ্চিন্তপুর ৮. থানাপাড়া

শৈলকূপা- ৩- ১. বাজার পাড়া ২. হিদাম্পুর মনোহরপুর ৩. ফাজিলপুর

মহেশপুর- ২- ১. যশোর থেকে স্থানান্তর ২.যশোর থেকে স্থানান্তর

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here