নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৫৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৭২ টি নমুনার রিপোর্টে নতুন ২৫ জন আক্রান্ত হয়েছেন । এরমধ্যে সদরে ১৭ জন, শৈলকুপায় ১ জন, কালীগঞ্জে ৫ জন, কোটচাঁদপুরে ১ জন ও মহেশপুরে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১০ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৬০ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২১৮, শৈলকুপায় ৭৩, হরিণাকুন্ডুতে ২৪, কালীগঞ্জে ১৮৬, কোটচাঁদপুরে ৩১ ও মহেশপুরে ২৮ জন আক্রান্ত হয়েছেন।

যে ২৫ জন আক্রান্ত হয়েছেন তাদের এলাকাঃ

ঝিনাইদহ সদর- (১৭)- ১. জামতলা সড়ক ২. কৃষ্ণনগর পাড়া ৩.সোনালী ব্যাংক ৪.বড় কামার কুন্ডু ৫. ১৬২ কবি সুকান্ত সড়ক ৬.আরাপপুর ৭. কানুহরপুর, বিষয়খালি ৮. হামদহ ৯. এইস. এস. এস. সড়ক ১০. এইস. এস. এস সড়ক ১১. এইস. এস. এস. সড়ক ১২.কাঞ্চন নগর ১৩.কাঞ্চন নগর ১৪. চাকলাপাড়া ১৫.চাকলা পাড়া ১৬. শহীদ মশিউর রহমান সড়ক ১৭. সদর হাসপাতাল

কালীগঞ্জ- (৫)- ১. মাঝদিয়া ২. বার বাজার ৩. চাপালি ৪. চাপালি ৫. ফয়লা

শৈলকূপা- (১)- ১. হাট ফাজিলপুর

মহেশপুর- (১)- ১.কৃষ্ণপুর যাদবপুর

কোটচাঁদপুর- (১)- ১.তালসার বাজার পাড়া

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here