নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসধীন অবস্থায় দরবার আলী (৮০) নামের এক জনের মৃত্য হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার মহিষাকুন্ডু পঞ্চগ্রাম তার মরদেহ গোরস্থানে দাফন করা হয়। নিহত দরবার আলী ওই উপজেলার ফুলহরি গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, দরবার আলী অসুস্থ হয়ে গত ৩ এপ্রিল বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হন। তার করোনা পরিক্ষার পর ফলাফল পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে সদর হাসপাতালে ১ টার সময় তিনি মারা যান।

ঝিনাইদহ সলামিক ফাউন্ডেশন এ পর্যন্ত করোনা আক্রান্ত ৬৮ জনের লাশ দাফন সম্পন্ন করলো বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে ঝিনাইদহে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৩৬ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩৫৭ জন ও মৃত্যু হয়েছে ৪১ জনের।

বৃহস্পতিবার ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৪২ টি নমুনার ফলাফলের মধ্যে ১৩ জনের পজেটিভ রিপোর্ট আসার বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।

আক্রান্তদের এলাকাঃ-

ঝিনাইদহ সদর- ১. তেতুলতলা ২. হরিপুর ৩. পাগলাকানাই (২) ৪.পবহাটি (২) ৫. আদর্শপাড়া ৬. চোটপাড়া ৭. আদর্শপাড়া ৮. কেপি বসু রোড

শৈলকূপা- ১. শেখপাড়া

কালীগঞ্জ- ১. আড়পাড়া ২.পাটকিলা

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here