নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে সর্বোচ্চ আরও ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৪৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৯৩ টি নমুনার রিপোর্টে নতুন ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে ২০ জন, শৈলকুপায় ৩ জন,হরিণাকুন্ডুতে ২ জন, কালীগঞ্জে ১০ জন ও কোটচাঁদপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫২ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১০ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫২ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ১৮৭, শৈলকুপায় ৭০, হরিণাকুন্ডুতে ২১, কালীগঞ্জে ১৫৮, কোটচাঁদপুরে ২৮ ও মহেশপুরে ২৫ জন আক্রান্ত হয়েছেন।

যে ৩৭ জন আক্রান্ত হয়েছেন তাদের এলাকাঃ

ঝিনাইদহ সদর- ২০- ১. সদর হসপিটাল ঝিনাইদহ ২. চর খাজুরা ৩. কলা বাগান ৪. খাজুরা জোয়াদ্দের পাড়া ৫. অচিন্ত্য নগর ৬. পুলিশ লাইন ঝিনাইদহ ৭. পুলিশ লাইন ঝিনাইদহ ৮. পুলিশ লাইন ঝিনাইদহ ৯. খাজুরা পূর্ব পাড়া ১০.খাজুরা পূর্ব পাড়া ১১.খাজুরা পূর্ব পাড়া ১২.উপশহর পাড়া ১৩.বড় কামারকুন্ডু কালীচরনপুর ১৪.স্টেডিয়াম পাড়া ১৫. রায় ফার্মেসী ১৬. রায় ফার্মেসী ১৭. রায় ফার্মেসী ১৮. আদর্শপাড়া ১৯. কলা বাগান ২০. খালারাইল

কালীগঞ্জ- ১০ – ১.বনানী পাড়া ২.উল্লাহ ৩.আড় পাড়া ৪.বাসুদেবপুর ৫. কোলাবাজার কোলা ৬.হেলাই ৭.আড় পাড়া ৮.বলিদা পাড়া ৯.মধুগঞ্জ বাজার ১০.বনানী পাড়া

শৈলকূপা- ৩ – ১. দুধসর ২. দুধসর ৩. ভবানিনগর ফুলহরি

হরিনাকুন্ডু- ২ – ১. হিঙের পাড়া দৌউলতপুর ২. বলরামপুর

কোটচাঁদপুর- ২ – ১. পশু হাসপাতাল পাড়া ২. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here