ঝিনাইদহঃ

খাবারের দাবিতে বুধবার কয়েক’শ কর্মহীন মানুষ শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান গ্রহন করে। তাদের ভাষ্য এ পর্যন্ত কেও তাদের ত্রান সহায়তা দেন নি।

প্রথম দিকে ইকু নামে এক যুবক ব্যক্তি উদ্যোগে ত্রান দিলেও তা যথেষ্ট ছিল না। কাজ না করায় ঘরের খাবার ফুরিয়ে গেছে।

নিরুপায় হয়ে বুধবার সকালে ঝাউদিয়া আবাসনে বসবাসকৃতরা শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বরে প্রায় ৩০০ কর্মহীন নারী পুরুষ অবস্থান নেয়। তাদের অবস্থানের খবর পেয়ে বেরিয়ে আসেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি আশ্বাস দেন ত্রান সহায়তা প্রদানের। আশ্বাস পেয়ে তারা আবাসনে ফিরে যান। শৈলকুপায় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা ত্রান সহায়তা প্রদান করলেও তার ছিটেফোটা পৌছায়নি শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া আবাসন প্রকল্পে।

আবাসনের লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দানের খবর কেবল ফেসবুক জুড়ে। বাস্তবে অতিশয় হতদরিদ্র আর মধ্যবিত্তরা খুব কষ্টে আছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here